প্রকাশিত: Fri, Dec 1, 2023 4:14 PM
আপডেট: Sat, Dec 6, 2025 4:11 PM

[১]চট্টগ্রামে ডিম-মুরগির সঙ্গে কমেছে সবজির দাম, চড়া গরু ও ছাগলের মাংস

অনুজ দেব, চট্টগ্রাম: [২] শীতকালীন সবজির আমদানি ভালো থাকায় বাজারে স্বস্তি ফিরেছে। দাম কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির। হরতাল অবরোধের মধ্যেও চলতি সপ্তাহে সব ধরনের সবজির দাম স্থিতিশীল রয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন জাতের মুরগি এবং ডিমের দামও কমেছে। তবে ঢাকায় গরুর মাংসের দাম কমলেও চট্টগ্রামে আগের দরেই বিক্রি হচ্ছে। ছাগলের মাংসের দরও অপরিবর্তিত রয়েছে।  [৩] শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কিছুদিন আগেও ১০০-৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায়নি। এখন শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় কমতে শুরু করেছে দাম। তবে টমেটো, শিমসহ দু-একটি সবজির দাম এখনও উল্লেখযোগ্য হারে কমেনি। [৪] বিক্রেতারা বলছেন, মূলত শীতকালীন সবজির জোগান বাড়ায় দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে সব ধরনের শাক-সবজির দাম আরও কমতে পারে। প্রতি কেজি শিম ৮০-১২০, টমেটো ৮০-১২০, মুলা ৩০-৫০, বরবটি ৬০-৭০, বেগুন ৫০-৬০, তিতকরলা ৫০-৬০, কাঁকরোল ৫০-৬০, লাউ ৪০-৫০, মিষ্টি কুমড়ো ৪০, শসা ৪০-৫০, পেঁপে ৩০-৪০, পটল ৩০-৪০, কচুর ছড়া ৬০-৭০, কচুর লতি ৩০-৪০, চিচিঙ্গা ও ঝিঙা ৪০-৬০, বাঁধাকপি ৪০-৫০, ফুলকপি ৪০-৬০ এবং কাঁচামরিচ ১২০-১৬০ টাকায় বিক্রি হয়েছে। আলু ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। আকারভেদে শাকের আঁটি ১৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ, রসুন ও আদার বাজারে বড় কোনো পরিবর্তন হয়নি। আমদানি করা পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে, বিক্রি হচ্ছে ৯৫-১১০ টাকায়। রসুন এবং আদার দামও অপরিবর্তিত রয়েছে। রসুন ১৮০ এবং আদা ২২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম ১৩০ টাকা বিক্রি হলেও বর্তমানে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সোনালী মুরগীর ডিম ১৬০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা। আর হাঁসের ডিম গত সপ্তাহের মতোই ২০০ এবং দেশি মুরগির ডিম ২১০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বিভিন্ন জাতের মুরগির দাম গত পনের দিনের ব্যবধানে ১৫-৩০ টাকার মত কমেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০-১৬৫, সোনালি মুরগি ২৬০-২৭০ এবং পাকিস্তানি কক ২৬০-২৭০ টাকা বিক্রি হচ্ছে। তবে দেশি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে, বিক্রি হচ্ছে ৪৫০-৪৬০ টাকা দরে। বিভিন্ন খুচরা বাজারে মোটা ও সরু চালের দাম আগের মতো রয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল ৫০-৫২, মাঝারি চাল ৫৫-৫৮ এবং সরু চাল ৬২-৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। খোলা আটা ৪৮-৫০, প্যাকেট আটা ৫৫-৬০, খোলা ময়দা ৬০-৬৫, প্যাকেট আটা ৬৫-৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। খোলা চিনি কেজি ১৩৫-১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। [৫] এদিকে মাছের বাজারে এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ। বিভিন্ন আকারের ইলিশ ৬০০-১,১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি শিং ৪০০-৬৫০, রুই ২৮০-৩০০, মৃগেল ২০০-২৫০, কাতলা ৩০০-৪০০,  পাঙাস ১৮০-২২০, তেলাপিয়া ২২০-২৫০, দেশি কৈ মাছ ৩৫০-৪০০, মলা ৪৫০-৫০০, চিংড়ি ৬০০-১,০০০, পোয়া মাছ ৩৫০-৪০০, পাবদা ৩৮০-৪৫০, টেংরা ৫৫০-৬৫০, কাচকি ৩৫০-৪০০ এবং রূপচাঁদা ৮৫০-১,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নগরীর বাজারগুলোতে এখনো প্রতি কেজি গরুর মাংস আগের দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি  হাড়সহ  গরুর মাংস ৮০০ এবং হাড়ছাড়া গরুর মাংস ৮৫০ টাকাং বিক্রি হচ্ছে।  এছাড়া  খাসির মাংস এখনো চড়া দামে ১,০৫০-১,১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।